যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের চাপে দেশের ৭০০+ গার্মেন্টস কারখানার পোষাককর্মীদের ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অগ্নি-নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে,যার মূল উদ্দেশ্য হলো...অগ্নি সংলিষ্ট দূর্ঘটনা এড়ানো,প্রানহানি রোধ ও সর্বনিন্ম পর্যায়ে কমিয়ে আনা,ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস ও সম্পদ রক্ষা করা।
অত্যন্ত জরুরী একটি পদক্ষেপ,সংলিষ্ট সকলেই সাধুবাদের হকদার,তাই সকলকে ধন্যবাদ।
আচ্ছা,যে পোষাককর্মীদের এই অগ্নি-নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের বাসা বাড়ি বস্তিকে অগ্নি দূর্ঘটনা থেকে রক্ষা করার কোন পদক্ষেপ কি কেউ নিয়েছে??
বা বাসা বাড়ি বস্তিতে এই ধরনের দূর্ঘটনায় ব্যক্তির করনীয় সম্পর্কে কোন জ্ঞান প্রদান,প্রশিক্ষণ কি দেওয়া হচ্ছে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



