বাবুনীর জন্য নাম

বাবুনীর আম্মুর নাম ফাতেমা-তুজ-জোহরা (রিনু)। ডাকনাম টি বাবুনীর নানী রৌশন আরা বেগম রাখেন..ঋনু বানানে,পরে আমি ঋ পরির্বতে রি লিখতে বলি।
ঋ মৃতপ্রায় অক্ষরে পরিণত,এর সহযোগে গঠিত শব্দগুলোর ব্যবহারও বিলীন হওয়ার পথে। সবচেয়ে বেশী জীবন্ত ও ব্যবহৃত শব্দটি হচ্ছে “ঋন”, যা অর্থগত দিক ও ব্যবহারিক দিক থেকে ভীষন রকম নেতিবাচক হওয়ায় এবং প্রস্তাবিত নামের সাথে প্রায় পুরোপুরি মিলে যাওয়ায় তা (ঋ) বাদ দেই।
আর পূর্ণনাম টি আব্বু তার প্রিয় কবি নজরুলের গানের অন্যতম সেরা শিল্পী ফাতেমা-তুজ-জোহরার নামে রাখেন। নামটি মহানবী (সঃ) এর কন্যার নামের সাথেও মিলে যায়। আব্বু নজরুল, তার গান এবং তার সুকন্ঠী সুন্দরী শিল্পী কে খুব পছন্দ করতেন। প্রায়শঃ ঐ শিল্পীর গান গুনগুন করে গাইতেন ।
বাবুনীর বাবার নাম নাজমুল হাসান নাজিম। মূল নাম নাজমুল হাসান এর অর্থ ভালো কাজের আয়োজনকারী। নাজম এর এক অর্থ তারকা বা তারকারাজি। হাসান অর্থ ভালো। ভালোর তারকা অর্থাৎ ভালোর মধ্যে সবচেয়ে উত্তম ও উন্নত। আর নাজিম অর্থ কর্ম সম্পাদনকারী।
এই সকল বাতচিতের মূল কারন আমরা বাবুনীর জন্য একটা ভালো সুন্দর নাম চাই। মূল নাম টি আরবী তে প্রাধান্য পাবে। আর ডাক নাম টি অতি অবশ্যই বাংলায়,মায়ের মুখে মায়ের ভাষায়...দু/তিন অক্ষরে।
সকলকে অগ্রীম ধন্যবাদ।
০৯/১০/১৪
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



