সুচিত্রা সেন না কি বনলতা সেন?
তাহার সাথে আমার নেই লেন দেন,
তবু যেন মনে হয় আছে আলাপন
শিশিরের জলের মত ঝরে যার মন-
তার তরে হৃদয়ের বহু বেচা-কেনা
করেছি আমি, তবু হয়েছে অচেনা।
এত অপরূপ যার পরিয়াছে ঝরে
সবুজ ঘাসের দেশে ফুলের ভিতরে
গান করে যে হৃদয় বলে তার কথা,
তার তরে এ মনের যত ব্যাকুলতা।
বোঝে নাই তার মন, তুচ্ছ অবহেলায়
ঝরিয়াছে পথে পথে গোধূলি বেলায়;
আমি সেই ঝরা ফুল ফেলে দেওয়া পাতা,
তোমাদের সাথে আমি বলি সেই কথা।
মরে যাওয়া প্রেম যত হৃদয় অনুভুতি
যেমন ঝেড়ে ফেলে অকাল প্রসূতি।
তেমনি ঝরে গেছি পঁচা ডাস্টবিনে
প্রেম আজ মরে গেছে সকলেই জানে।।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




