কত না ছবি তোলো হাসি হাসি মুখ
দেখিলে বুঝিতে পারি মনে নেই সুখ,
ম্লান মুখে ক্লান্ত হাসি চোখে হতাশা
বিষন্ন হৃদয় কাঁদে, ছিন্ন ভালোবাসা
জুড়িয়া রাখিতে চাও বহু যতনে,
সংশয় জাগিয়া থাকে ব্যথাতুর মনে।
অভিনয়ে সারা অঙ্গ অনুভূতি হীন
মুখ খানি হাসি ভরা প্রফুল্ল বিহীন।
হৃদয় গহীন তলে অজানা কি শোক
বলে দেয় মুখ-ছবি বলে দেয় চোখ।
মানুষের সুখ শান্তি গভীর বেদনা
সবটুকু ভাসে মুখে লুকানো চলে না।।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




