স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা এখন থেকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে ও প্রাইভেট পড়াতে পারবেন না। তবে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের ভেতরে অতিরিক্ত ক্লাস নিতে পারবেন তাঁরা। সে ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি লাগবে। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের না পড়াতে পারলেও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে নিজ বাসায় পড়াতে পারবেন।
এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে আজ বৃহস্পতিবার ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ চূড়ান্ত করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পিছিয়ে থাকা বা দুর্বল শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য শিক্ষকেরা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা, জেলা পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা, উপজেলাসহ অন্যান্য এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে নিতে পারবেন। তবে প্রতিটি বিষয়ে মাসে অন্তত ১২টি ক্লাস নিতে হবে। এসব সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



