সামহোয়ার ইন বাংলা ব্লগে প্রতিদিন নানান রকমের লেখা প্রকাশিত হয়। অনেক কিছুরই ভীড়ে কিছু ভাল লেখা দৃষ্টির অগোচরে চলে যায়। তাই চেষ্টা করব সেগুলো খুঁজে বের করে একটি তালিকা তৈরি করার। এখানে ভাল শব্দটি আপেক্ষিক অর্থাৎ আমার দৃষ্টিতে ভাল। । অন্যের সাথে মিলবে এমন হয়ত সব সময় আশা না করাই ভাল। মিলে গেলে বুঝবেন ওয়েভলেনগথ এ মিলছে। তবে আমি কোন শ্রেনী, মতবাদ বা দলের ধামা না ধরে সাদাকে সাদা আর কালকে কাল বলতেই পছন্দ করি।
* আজকের ব্লগে কিছু নুতন ফিচার যোগ হয়েছে যার মধ্যে হিট হচ্ছে ইউটিউব ভিডিও যোগ করার ব্যাপারটি। এনিয়ে ব্লগারদের মধ্যে দারুন উততেজনা পরিলক্ষিত হয়। এমনকি সুমন চৌধুরীও তিন তিনটে ভিডিও ঝেড়ে দিয়েছেন। এর ফলে নাটক, ফুটবল ইত্যাদির ভিডিওতে প্রথম পেজ ভরে যায়। মো: এরশাদ সহ অনেকেই কান্নাকাটি করতে থাকেন প্রথম পেজ আপলোড হচ্ছে না বলে। মনযুর মান্নান ও অলৌকিক হাসানরা নিজেদের করা ভিডিও পোস্ট মুছে দিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। হোসেইন ও ঠুকোমারীর প্রবল (?) প্রতিবাদের মুখে >হাসিন প্রথম পেজে ভিডিও প্রদর্শনের পরিবর্তে ইউটিউবের লোগো প্রদর্শনের ব্যবস্থা করে। তবে ব্যক্তিগত ব্লগগুলোতে গেলেই ভিডিও দেখা যাবে।
* মুহম্মদ যুবায়ের তার পৌরুষ উপন্যাসের ৩৫ ও ৩৬তম অংশ ছেপেছেন।
* অজান্তাবেহায়া কোকিলের ডাকে বিরক্ত
* মাশা তার 'আমি ও আমার অন্ধকার উপন্যাসটির ৪র্থ ও ৫ম পর্ব প্রকাশ করেছেন।
* জ্বিনের বাদশা মানব জীবনের সার্থকতা নিয়ে তার ব্যক্তিগত একটি চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ওনার ধাঁধা পর্বটি পুর্বের মতই সারা জাগাতে সক্ষম হয়েছে।
* সন্ধ্যাবাতি তার 'পথ চলা' গল্প সিরিজটির ৫ম ও ৬ষ্ঠ পর্ব প্রকাশ করেছেন।
* রোহন কুদ্দুস এবং ধ্রুপদী র কবিতা ভালো হয়েছে।
* মাহবুব মোর্শেদ এই ব্লগে সামাজিক শ্রেনীকরনের বিপক্ষে প্রতিবাদমুলক একটি লেখা লিখেছেন। জেবতিক আরিফের একটি পোস্ট থেকে এই বিতর্কের সুত্রপাত।
এর সাথে উল্লেখযোগ্য তার দেখা মনিপুর থিয়েটারের ভানুবিল নাটকটির রিভিউ।
* আনোয়ার সাদাত শিমুল তার 'ছাদের কার্নিশে কাক' গল্পের ৮-১০ পর্ব দিয়েছেন।
* মানবীর দারুন লেখা 'সব বাবারা দেখতে একরকম' পড়তে ভুলবেননা!
* কৌশিকের কাব্য-সমালোচনা রম্য পর্ব অব্যাহত রয়েছে আজও। আগেরগুলোর মতই সুখপাঠ্য।
* জলদস্যুর 'আমার ধর্মবেলা' 'র ৩য় পর্ব খুবই কৌতুহলউদ্দীপক।
আজকে আপাতত এটুকুই। সময় পাওয়া সাপেক্ষে পরবর্তীতে এটিকে নিয়মিত করার চেষ্টা করব।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৭ সকাল ৭:৪৫