কালকে রাতে হঠাৎ শীত লাগায় ৩ টার দিকে ঘুম ভাঙে ।কথা হলো সন্ধ্যায় বাসায় এসে ঘুম দিসিলাম , রাইডে গিয়ে উল্টাপাল্টা একটানা স্প্রিন্ট মারলে শরীর কারই না ভালো থাকে ।
যাই হোক গুগল ওয়েদারে দেখি ২২ ডিগ্রি সেলসিয়াস, আর বলে ভায়া ফগ চলছে ফগ
বিশ্বাস হইলো না,ঢুকলাম এবার নামকরা ক্লারাতে। দেখাইলো আকাশ পার্টি ক্লাউডি,রিয়েল ফিল ২৩ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃষ্টির কুনু ফোটা নাই।
এবার গালি দিতে মন চায়,আকাশ থিকা পানি ফালায় কে তাইলে
এবার উপায় না পেয়ে গুগল অ্যালোরে জিগাসা করলাম ,আমার অ্যাসিসট্যান্ট টাও গুটিবাজি করলো, মুখের উপর দেখায়া দিল ৭৭ ডিগ্রি ফারেনহাইট যাহা কনভার্ট করে ২৫ ডিগ্রি সেলসিয়াস পাইলাম , মনকে অবশেষে বুঝিলাম,ইহা অ্যাসিসট্যান্ট এর কোনো দোষ নহে। ওহে ডেভলপার কাকু নিজেরা একটু একমত হইয়া আপডেট ঠিক রাখিলেই তো পারো
একটুখানি ইডিশন
গুগল ওয়েদার দেখে কেউ করিসনে ভয়,আড়ালে তার বৃষ্টি কাদেঁ
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




