জন্মই আমার ঘৃণিত অপরাধ
আমার শিরায় শিরায় পাপ
ধাবিত রক্তে নেশাতুর চাপ
মন ও মগজে কামনার ছাপ
শরীর জুড়ে কালিমার দাগ
জন্মই আমার ঘৃণিত অপরাধ।
ভুমিষ্ট হয়ে যেই উঠেছি কেঁদে
তোমরা সহি জীবন বাতলে দিলে
নিময় বাধার প্রাচীর ঠেসে দিলে,
যতবার ভাঙ্গতে চেয়েছি সেই বুজরুকি বাঁধ
ততবার করেছো শাসনের করাঘাত
জন্মই আমার নষ্ট হবার প্রাত।
আমাকে ফাঁসির কষ্টে তোলো, মৃত্যু দন্ড দাও
এই আজন্ম কারাবাস... বাকিটুকু পড়ুন
