গন্তব্য
প্রতি ধাপে ধাপেই তোমার দিকে এগুচ্ছি
কিছুতেই পৌঁছাতে পারছি না
তুমি এত শত সহস্র দূরে অবস্থান করছো
দূর আকাশের গ্রহ, নক্ষত্রের সমান।
আমি টিম টিমে প্রদিপের মত জ্বলছি
খুপরি মাটির ঘরে।
যেখানে প্রতিটি সন্ধ্যায় আসর বসায়
জীবন যুদ্ধে টিকে থাকার সংসার,
আমি ঢুলুঢুলু চোখে দেখছি তোমায়।
তুমি এত দূরত্বে- আলোকবর্ষ সমান
কাছে টেনে দেখলেও ঝাপসা লাগে।
আমি প্রতিটি পদক্ষেপেই এগোচ্ছি... বাকিটুকু পড়ুন