‘Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times.’ Mark Twain*
‘ধুমপান ত্যাগ করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আমি জানি কারণ আমি হাজার বার তা করেছি’। মার্ক টোয়াইন
মার্ক টোয়াইনের সাথে এই একটা জায়গায় আমার বড় মিল। আমিও দেখিয়ে দিয়েছি ধুমপান ত্যাগ করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, তা হাজার বার না হলেও নার্ভাস নাইনটিজের ঘরে আমি আছি। তবে বেশির ভাগ ধূমপায়ীদের মধ্যে সবচেয়ে বড় মিল তারা প্রত্যেকে কৌতূহল থেকে ধূমপান শুরু করে। আমি যে এই পৃথিবীরই মানুষ এইখানেই সবচেয়ে বড় প্রমাণ, কারণ আমারও ধূমপান শুরু কৌতূহল থেকে (আচ্ছা এলিয়েনরা কি বিড়ি খায়?) সেই কলেজ জীবন থেকে যে এমন কৌতূহলী হলাম যার মাশুল হয়তো অনেক বেশি হয়ে গেল।
শুরুর গল্পঃ ততদিনে এস এস সি পরীক্ষা শেষ হয়ে গেছে। ৩ মাস লম্বা ছুটি। আমরা তিন বন্ধুরা মিলে ঠিক করলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। ৩-৪ দিন মিটিং করে, আমাদের প্ল্যানের Feasibility Test, Sustainability Test আরও যত টেস্ট করা যায় সেগুলো করে করে নিজেদের প্রায় ক্লান্ত করে ফেললাম...........................(চলবে)
* Click This Link
বি.দ্র. আমি ধূমপান ছেড়ে দিয়েছি। হঠাৎ মনে হলো একটু পিছনে ফিরে দেখি কিভাবে শুরু আর কত দূর চলে এসেছি এই বিষে নিজেকে পোড়াতে পোড়াতে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



