সামুর পাঠক হিসাবে আমার যা ধারনা – আমার বাংলা লেখার অভ্যাস খুব একটা নেই যেমন প্রচুর বানান ভুল তেমনি বাক্য রচনায়। তবে একটা ভরসা অবশ্য আছে এরকম অনেকেরই হয় এই ব্লগে। তাই এটা তেমন সমস্যা মনে হয় না। সমস্যা হল অন্য জায়গায়, ধরুন আমি বর্তমান সরকারের কোন একটি বিষয় যেটা আমার কাছে ভাল লাগলনা। আমি লিখলাম সমালোচনা করলাম ঠিক তখনই আমাকে বানিয়ে দিল এনটি আওয়ামীলিগ । যার অথ হয় বি এন পি না হয় জমাত শিবির। আবার যখন তাদের কর্মের প্রশংসা করব ঠিক তখন হয়ে যাব ঠিক তার উল্টো। আরো ভয়াবহ ব্যাপার যখন আমাকে যুদ্ধাপরাধী, রাজাকার বানাইবে ।
এই অবস্থায় আমি ভাবতে পারছিনা আমি কি লিখব । আমাদের দেশ ছাড়া অন্যকোন বিষয় দেখিনা যা লেখা যায়। আমাকে লিখতে হলে লিখতে হবে আমাদের দেশ নিয়েই।
তাই আমি পরপুরুষ যার অর্থ আমার জানা নাই। তবে সবাই তাকে চেনে জানে। আমাকে দেখে থুথু ফেললেও আমার কোন অসুবিধা নাই।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



