মুটিয়ে যাওয়ার সঙ্গে বিষন্নতার যোগ অনেকটা একই মুদ্রার এপিঠ-ওপিঠ এর মতো। মোটা মানুষদের যেমন বিষন্নতায় ভোগার ঝুঁকি বেশি, তেমনি বিষন্ন মানুষদেরও মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি।
এক গবেষণায় এমনটিই বলেছেন নেদারল্যান্ডের গবেষকরা ।
নেদারল্যান্ডের লিডেন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ডা. ফ্লোরিয়ানা এস. লুপ্পিনো রয়টা র্সের স্বাস্থ্য বিভাগে ই-মেইলে বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে বিষন্নতা এবং মুটিয়ে যাওয়ার মধ্যে একটি পারস্পারিক সম্পর্ক রয়েছে।"
লুপ্পিনো ও তার সহকর্মীরা গবেষণায় দেখেন, বিষন্ন না এমন মোটা মানুষদের ৫৫ শতাংশেরই একটি সময়ে গিয়ে বিষন্ন হয়ে পড়ার ঝুঁকি বেশি এবং বিষন্ন হয়ে পড়া স্বাভাবিক স্বাস্থ্যের ৫৮ শতাংশ মানুষেরই কোনও এক সময়ে মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি।
লুপ্পিনো জানান, তারা কোনও ব্যক্তির বিষন্নতার ঝুঁকি নয় বরং মুটিয়ে যাওয়াটা বিষন্নতার ঝুঁকি কতটুকু বাড়ায় তা নিয়ে বিচার-বিশ্লেষণ করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এর তুলনামূলক এক সা¤প্রতিক সমীক্ষায় দেখা গেছে, প্রতি চার জন মোটা লোকের প্রায় একজন মনের সমস্যা কিংবা উদ্বেগজনিত রোগে ভুগে থাকেন।
সমীক্ষাটি ৫৮ হাজারেরও বেশি মানুষের দেহের আকার আকৃতি পরিমাপের মাধ্যমে করা হয়।
সূত্রঃ
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



