এই সময় সময় নয় আরো সময় আছে,
এই সময়রে নিব আমি সেই দিনের কাছে।
এই দিন দিন নয় আরো দিন আছে ,
এই দিনেরে নিব আমি সেই কথার কাছে।
এই কথা কথা নয় আরো কথা আছে,
এই কথাই হইব কথা সুধী জনের মাঝে।
এই সুধী সুধী নয় আরো সুধী আছে,
এই সুধীরে নিবা তুমি সেই দিনের কাছে।
এই দিন দিন নয়, আরো দিন আছে,
সেই দিনেরে নিবে সে ওই দিনের কাছে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



