ক - একটি অসম্পূর্ণতা নামে আমার জীবনের একটি অপূর্ণতার কথা লিখেছিলাম সেফ হওয়ার অনেক আগে । তখন তো ব্লগে আমাকে কেউ কিংবা আমি ও তেমন কাউকে চিনতাম না
কত্ত প্রিয় মানুষ পেয়েছি এই ব্লগে তার ইয়ত্তা নাই ! জিসান শা ইকরাম (নানাভাই) , বৃষ্টিধারা , ফাইরুজ , বৃষ্টি ভেজা সকাল ১১ , স্বপ্নময়ী_আমি , অনবদ্য অনিন্দ্য , শায়মাপু , শায়েরী , রাইসুল জুহালা , রাজসোহান , আধাঁরি অপ্সরা , আরিশ ময়ুখ , নীলাঞ্জনানীলা , জুল ভার্ন , মাহী ফ্লোরা , নীল ভোমরা , ত্রিভুজ , জিকসেস , মাহবুবা আখতার , মুক্ত মণ ভাই আরো অনেকে আছেন যাদের লেখা পড়ি এবং যতটুকু বুঝি তা দিয়েই মন্তব্য করি । মাত্র ৩ মাস ৪ দিনেই যে তাদেরকে আমার এত আপণ মনে হয় !!! নিসঙ্গ এই আমার দিন রাতের অর্ধেক সময় কাটে ব্লগে , বাকীটা ঘুমিয়ে খেয়ে আর পড়াশুনা করে
এখন আমার মনে হয় - আমি আর একা নই , একদম একা নই !!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


