
আগের পোস্টে রাধিকার রূপ বর্ণনা করার সময় কৃষ্ণ যে গানটি গেয়েছিল সেটিতে যে সমস্ত ফুলের নাম এসেছিলো সেগুলির ছবি দিতে চেষ্টা করিছি। দেখেন আপনি তার কয়টি চিনতে পরেছিলেন।
রাধিকা তোমার কেশ ১। তমাল ফুলের ময়ূরপুচ্ছ,
ঐ নীলাঞ্জন নয়ন ২। নীল কুরুবক।
তোমার সুগঠিত নাসিকায় যেন ৩। তিলফুলের শোভা, আর
কপলযুগলে ৪। মহুয়া ফুলের মাদকতা।
রাধিকা তোমার রক্তিম অধরে ৫। বান্ধুলির আভা,
কর্ণে তোমার ৬। বকফুলের শোভা।
তোমার শুভ্র দশন রাজি যেন আধফোটা ৭। কুন্দ, আর
বসনে তোমার ৮। কস্তুরীকুসুমের আভাস।
রাধিকা তোমার বাহুযুগল স্বর্ণ৯। যুথিকার মালা,
করযুগলে তোমার ১০ অশোকের রক্তিমা।
তোমার পয়োধর যেন দুই মুকুলিত ১১। স্থল্পপদ্ম, আর
গভীর নাভিদেশ ১২। নাগেশ্বরের ফুল।
রাধিকা তোমার জঙ্ঘাযুগল স্বর্ণ১৩। কেতকী,
চরণ তোমার চরণ কমল, দুটি ১১। স্থলপদ্ম।
তোমার আংঙুলগুলি যেন ১৪। চাঁপারকলি, আর
সর্বাঙ্গে ১৫। শিরিষ ফুলের কোমলতা।
রাধিকা তোমার নখরে গুলাল আবীর মাখা,
দেহে তোমার ১৬। কনকচাঁপার আভা।
তোমার মধুর হাসিতে নবমল্লিকা, ১৭। শেফালী ও ১৮। মল্লিকা ঝরে, আর
রাধিকা তোমার সর্বাঙ্গেই কুসুমের সমাহার!
১। তমাল

২। নীল কুরুবক (নীল-ঝিণ্টী)

৩। তিলফুল
![]()
৪। মহুয়া

৫। বান্ধুলি (দুপুরমনি)
![]()
৬। বকফুল

৭। কুন্দ

৮। কস্তুরী
৯। যুথিকা

১০ অশোক

১১। স্থল্পপদ্ম
![]()
১২। নাগেশ্বর

১৩। কেতকী (কেয়া)

১৪। চাঁপা

১৫। শিরিষ ফুল

১৬। কনকচাঁপা

১৭। শেফালী

১৮। মল্লিকা
মল্লিকা ফুল কোনটি আমার জানা নেই। কুন্দকে মেঘমল্লিকা বলে আবার হাজারি বেলীকেও মল্লিকা বলে।
ছবি : নেট হতে সংগৃহীত
কবিতা ও ফুল নিয়ে অন্য একটি লেখে ছিলো আমার। চাইলে সেটিও দেখতে পারেন-
বাসা
"বাসা" কবিতার ফুল ও গাছ গুলি
রাধিকার রূপ বর্ণনা
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



