আমার পছন্দের মুভি সিরিজ গুলির মধ্যে একটি হচ্ছে X-Men মুভি সিরিজ। মূলতো মার্ভেল কমিকস এর X-Men নামক কমিকসের সুপার হিরোদের নিয়ে 20th Century Fox এর নির্মাণ করা আমেরিকান সুপার হিরো মুভি সিরিজ এই X-Men সিরিজটি। এই সিরিজের সুপর হিরোরা হচ্ছে মিউটেন্ট। এরা মানুষ হলেও জিনগত কিছু পার্থক্যের কারণে তাদের কিছু অতিপ্রাকৃতিক ক্ষমতা রয়েছে।
২০০০ সালের X-Men মুভি দিয়ে এই সিরিজটি শুরু হয় এবং ২০২০ সাল পর্যন্ত এই সিরিজের মোট ১৩টি মুভি রিলিজ হয়। মুভিগুলি হচ্ছে-
১। X-Men (2000)
২। X-Men 2 (2003)
৩। X-Men : The Last Stand (2006)
৪। X-Men Origins : Wolverine (2009)
৫। X-Men : First Class (2011)
৬। The Wolverine (2013)
৭। X-Men : Days of Future Past (2014)
৮। Deadpool (2016)
৯। X-Men : Apocalypse (2016)
১০। Logan (2017)
১১। Deadpool 2 (2018)
১২। Dark Phoenix (2019)
১৩। The New Mutants (2020)
সমস্যা হচ্ছে সিরিজের প্রথম কয়েকটি সিনেমাতে সিরিজ, কাহিনী এবং চরিত্রগুলি সম্পর্কে বেশ কিছু প্রশ্নের জন্ম নেয়। প্রশ্নগুলির উদ্ভব হয় কারণ সিরিজের শুরুর কাহিনী প্রথম মুভিতে দেখানো হয়নি। শুরুর কাহিনী দেখানো হয়েছে বেশ কয়েকটি মুভি রিলিজ হওয়ার পরের সিনেমাগুলিতে। অর্থাৎ টাইমলাইন অনুযায়ী সিরিজের মুভিগুলি রিজিল দেয়া হয়নি। ফলে রিলিজ ডেট অনুযায়ী মুভিগুলি দেখতে নিলে বেশ কিছুটা এলোমেলো লাগে। তাছাড়া টাইমলাইনের বিষয়টা ঠিক করে নিলেও কিছু কিছু জিনিস খটকা থেকে যায়। বেশ কয়েকটা কমিকসের কাহিনী এই সিনেমাগুলিতে ক্রসওভার হওয়াতে এই খটকাগুলি তৈরি হয়েছে। তারপরেও টাইমলাইন অনুযায়ী সিনেমাগুলি দেখতে চাইলে আমি নিচে তাদের তালিকা দিয়ে দিচ্ছি।
সিরিজের ১৩টি সিনেমার সঠিক টাইমলাইন হচ্ছে -
১। X-Men: First Class (2011)
২। X-Men: Days of Future Past (2014)
৩। X-Men Origins: Wolverine (2009)
৪। X-Men: Apocalypse (2016)
৫। X-Men: Dark Phoenix (2019)
৬। X-Men (2000)
৭। X-Men 2 (2003)
৮। X-Men: The Last Stand (2006)
৯। The Wolverine (2013)
১০। Deadpool (2016)
১১। The New Mutants (2020)
১২। Deadpool 2 (2018)
১৩। Logan (2017)
এবার হাতে অলস সময় থাকল বসে যেতে পারেন সিনেমা দেখতে।
আরো দেখতে পারেন-
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
Batman মুভি সিরিজ
স্পাইডার ম্যান মুভি সিরিজ
সাই-ফাই মুভি সিরিজ Alien
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৩