ব্যাটম্যান (Batman) ১৯৩৯ সালের মে মাসে ডিসি কমিকস (DC Comics) থেকে প্রকাশিত ডিটেকটিভ কমিকস - ২৭ সংখ্যার একটি কাল্পনিক সুপারহিরো চরিত্র। ব্যাটম্যান চরিত্রটির স্রষ্টা শিল্পী বব কেন ও লেখক বিল ফিঙ্গার।
ব্যাটম্যানের আসল নাম ব্রুস ওয়েন, তিনি একজন মার্কিন বিলিয়নেয়ার, শিল্পপতি এবং ওয়েন এন্টারপ্রাইজের মালিক। ব্রুস ওয়েন ছোটবেলায় তার বাবা থমাস ওয়েন ও মা মার্থা ওয়েনকে আততায়ীর হাতে নিহত হতে দেখে অপরাধীদের সাস্তি দেয়ার জন্য নিজে প্রশিক্ষণ নেয় এবং শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করে। নিজের পরিচয় গোপন রেখে কাল্পনিক গথাম সিটি থেকে অপরাধ নির্মূল করার জন্য ব্রুস ওয়েন বড় হয়ে বাদুড়ের ছদ্মবেসে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে নামে।
১৯৪০ সালে ডিটেকটিভ কমিকস - ৩৮ থেকে যখন ব্যাটম্যানের সঙ্গী হিসেবে রবিনকে উপস্থাপন করা হয়। তারপরে অনেক সমালোচকরা ব্যাটম্যান এবং রবিনকে সমকামী হিসেবে উল্লেখ করেন। এই অপবাদ মুছতে ১৯৫৬ সালে ব্যাটওম্যান এবং ১৯৬১ সালে ব্যাট-গার্ল কে সৃষ্টি করা হয়।
ব্যাটম্যান চরিত্রটি কমিক বই ছাড়াও বিভিন্ন মাধ্যমে উপস্থিত হয়েছে, যার মধ্যে আছে পত্রিকার কমিক স্ট্রিপ, বই, রেডিও নাটক, টেলিভিশন, স্টেজ শো এবং বেশ কয়েকটি চলচ্চিত্র।
The Batman (1943 - Theatrical series)
Batman and Robin (1949 - Theatrical series)
Batman (1966 TV series)
Gotham (2014 TV series)
Titans (2018 TV series)
Pennyworth (2019 TV series)
Batwoman (2019 TV series)
প্রথম দিকে ব্যাটম্যানের সাফল্যের কারণে ১৯৬৬ সালে প্রথম ব্যাটম্যানকে মুভিতে আনা হয়।
ব্যাটম্যান এর প্রথম মুভিটির নাম ছিলো-
Batman : The Movie
এই সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে অ্যাডাম ওয়েস্ট (Adam West)।
সিনেমায় দেখা যায় গোথাম সিটির চারজন সবচেয়ে শক্তিশালী ভিলেনের জোকার, পেঙ্গুইন, রিডলার এবং ক্যাটওম্যান একত্রিত হয়ে গোথাম সিটি ধ্বংস করে দেয়ার চেষ্টায় নামে। ব্যাটম্যান এবং রবিন তাদের প্রতিহত করে। মুভিটি বেশ জনপ্রিয় হয়েছিলো।
টিম বার্টন এবং জোয়েল শুমাচার সিরিজ : ব্যাটম্যান : দ্য মোশন পিকচার অ্যান্থোলজি
Batman (1989)
প্রথম মুভির ২৩ বছর পরে ১৯৮৯ সালে পরিচালক টিম বার্টনের ব্যাটম্যান (Batman) মুভিটি মুক্তিপায়। এই সিনেমায় প্রধান চরিত্র ব্যাটম্যান এর ভূমিকায় অভিনয় করেছিলেন মাইকেল কিটন (Micheal Keaton)।
এটিই প্রথম "আধুনিক" ব্যাটম্যান মুভি। ব্যাটম্যান মুভিটি ছিল সে বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। মুভিটির সাফল্যের কারণে এর তিনটি সিক্যুয়েল নির্মিত হয়:
Batman Returns (1992)
Batman Forever (1995)
Batman & Robin (1997)
শেষ দুটি মুভির পরিচালক ছিলেন জোয়েল শুমাচার। আর এই দুটি মুভিতে ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে ভ্যাল কিলমার (Val Kilmer) এবং জর্জ ক্লুনি (George Clooney)। শুমাচারের তৈরি করা দ্বিতীয় মুভি Batman & Robin (1997) এর আগের মুভি পাওয়া মুভি গুলোর তুলনায় বেশি আয় করতে পারেনি। যার ফলে ব্যাটম্যানের চতুর্থ সিক্যুয়েল ব্যাটম্যান আনচেইনড (Batman Unchained) এর কাজ বন্ধ করে দিয়ে এই সিরিজটির ইতি টানা হয়।
দ্য ডার্ক নাইট ট্রিলজি
৮ বছর পরে ২০০৫ সালে ব্যাটম্যান সিরিজটিকে রিবুট করা হয়।
সিরিজের রিবুট হিসেবে ২০০৫ সালে ব্যাটম্যান বিগিনস (Batman Begins) নামে একটি মুভি মুক্তি দিয়ে। মুভিটির পরিচালক ছিলেন বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান (Christopher Nolan), আর ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিশ্চিয়ান বেল (Christian Bale)।
২০০৮ সালে এর সিক্যুয়েল দ্য ডার্ক নাইট (The Dark Knight) মুক্তি পায়। মুভিটি যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছিল।
দ্য ডার্ক নাইট-এর সাফল্যের পরে ২০১২ সালে মুক্তি পায় দ্য ডার্ক নাইট রাইজেস (The Dark Knight Rises)।
এই মুভির মধ্যদিয়েই ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলজি সিরিজ শেষ হয়।
ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ব্যাটম্যান
ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেক (Ben Affleck) অভিনয় করেছেন।
২০১৬ সালে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম ব্যাটম্যান মুভি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস (Batman vs Superman: Dawn of Justice) মুভিতে বেন অ্যাফ্লেক (Ben Affleck) ব্যাটম্যান হয়ে হাজির হয়।
২০১৭ সালে জাস্টিস লিগ (Justice League) এবং ২০২১ জ্যাক স্নাইডার'স জাস্টিস লিগ (Zack Snyder's Justice League) মুক্তি পায়, যেখানে ব্যাটম্যান অন্যান্য সুপার হিরোদের সাথে নিয়ে একটি টিম তৈরি করে ডার্ক ওয়াল্ডের শত্রুদের সাথে লাড়াই করার জন্য।
সব শেষ ২০২২ সালে মুক্তি পায় দ্যা ব্যাটম্যান (The Batman) মুভিটি। এই সিনেমায় রবার্ট প্যাটিনসন (Robert Pattinson) ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়াও আরো কয়েকটি মুভিতে ব্যাটম্যানে ক্যামিও ছিলো যেগুলি আমরা এই তালিকায় আনছি না।
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০২০ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
=================================================================
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:৫৪