দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৪টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)
এই বছর এই এই প্রিডেটর সিরিজের পঞ্চম মুভি রিলিজ হবে-
৫। Prey (2022) (আপ কামিং....)
এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)
প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। আজ আমি ২০১০ সালে রিলিজ হওয়া Predators মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।
৩। Predators (2010)
পৃথিবী থেকে একদল মানুষকে তাদের অজান্তে একটি রহস্যময় গ্রহে একসাথে আনা হয়েছে। তাদের আট জনের সকলেই কোন না কোনো ভাবে ঠান্ডা রক্তের ভয়ঙ্কর খুনি। যদিও তারা কি ভাবে, কেনো এবং কারা তাদের এখানে এনেছে তা কেউ জানে না। তারা একে একে একত্রিতো হয় এবং সকলে মিলে একটি উঁচু যায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথম বারের মতো বুঝতে পারে সেটি পৃথিবির আকাশ নয়। তারা বুঝতে পারে যে, তারা ভিন্ন কোনো গ্রহে এসে পরেছে।
দলটিকে চারদিক থেকে একধরনের কুকুর প্রকৃতির এলিয়েন জন্তু আক্রমণ আক্রমণ করে। তারা লড়াই করতে থাকে ঠিক সেই সময় একটি হ্ইসেল শুনে সেই প্রাণী গুলি ফিরে চলে যায়। রয়েস একজন সৈনিক, সে অনুমান করে তাদের শিকার করার একটি খেলা চলছে এই গ্রহে। এরই মধ্যে তাদের একজনকে হত্যা করা হয়। রয়েস তার দল নিয়ে প্রাণীগুলি যে পথে ফিরে গেছে সেটি অনুসরণ করে একটি স্থানে পৌছে দেখে সেখানে নানান ধরণের প্রাণীদের কংকাল পরে আছে। তার দেখে সেখানে আকারে একটু ছোট একটি প্রিডেটরকে বেঁধে রাখা হয়েছে। ঠিক তখন সখানে অদৃশ্য তিনটি বড় "সুপার প্রিডেটর" দলটিকে আক্রমণ করে। কয়েকজন সেখানে নিহত হলেও বাকিরা পালিয়ে যেতে পারে।
একসময় দলটির পরিচয় হয় রোনাল্ড নোল্যান্ড নামের এক ব্যাক্তির সাথে। সে অনেক দিন আগে এই গ্রহে এসেছে এবং প্রিডেটর ফাকি দিয়ে এখন একটি অকেজো মহাকাশযানে লুকিয়ে থেকে সারভাইভ করছে। তার আস্তান আসার পরে সে জানায় যে প্রিডেটর অন্যান্য গ্রহের যোদ্ধা এবং বিপজ্জনক প্রাণীদের অপহরণ করে এই গ্রহে নিয়ে এসে তাদের শিকার করে নিজেদের দক্ষতা বাড়ায়। তাছাড়া প্রিডেটর মধ্যে দুটি ভাগ আছে যারা একে অপারকে শিকার করে। এটি হচ্ছে সাধারণ ছোট প্রিডেটর অন্যেরা আকারে বড় সুপার প্রিডেটর। এইসব শুনে রয়েস বন্দী থাকা ছোট প্রিডেটরকে মুক্ত করে তার সাহায্যে সুপার প্রিডেটরদের স্পেসশিপ ব্যবহার করে পৃথিবীতে ফিরে যাওয়ার পরিকল্পনা করে।
রোনাল্ড নোল্যান্ড রয়েস দলের অস্ত্র লুট করে নেয়ার জন্য তাদের বিষাক্ত গ্যাস ব্যবহার করে হত্যা করতে চায়। কিন্তু সেখানে গোলাগুলি শুরু হলে একটি সুপার প্রিডেটর সেখানে উপস্থিত হয়ে কয়েকজনকে হত্যা করে। কিন্তু শেষ পর্যন্ত একটি বোমার বিষ্ফরণে সুপার প্রিডেটরও সেখানে মারা যায়।
রয়েস তখন তার জীবিত ৩জন সঙ্গী সহ সেই বন্দী প্রিডেটরটিক মুক্ত করতে গেলে আবার আরেকটি সুপার প্রিডেটর তাদের আগ্রকম করলে আরো একজন সেখানে মারা গেলেও শেষ পর্যন্ত সেই সুপার প্রিডেটরটিকেও হত্যা করে ফেলে। পরে রয়েস সেই বন্দী প্রিডেটরটির সামনে উপস্থিত হয়ে বলে সে তাকে মুক্ত করে দিবে কিন্তু বিনিময়ে তাকে প্রথিবীতে পাঠানর ব্যবস্থা করতে হবে। প্রিডেটর মুক্ত হয়ে একটি স্পেসশিপ পৃথিবীর লোকেশন সেট করে দেয়। কিন্তু রয়েস সেটিতে চরে না। সে তার সঙ্গীদের উদ্ধার করতে যায়। অন্যদিকে সুপার প্রিডেটরটি একে আক্রমণ করে রয়েসের মুক্ত করে দেয়া প্রিডেটরটির সাথে। সুপার প্রিডেটরটি ছোট প্রিডেটরটিকে হত্যা করে রয়েসের সাথে লড়াই করতে চলে যায়।
শেষ লড়াই শুরু হয় শেষ সুপার প্রিডেটরটির সাথে রয়েসের। শেষ পর্যন্ত রয়েস এবং ইসাবেল নামের একটি মেয়ে অনেক কষ্টে লড়াই করে সুপার প্রিডেটরটিকে হত্যা করে। কিচ্ছুক্ষণ পরেই তারা দেখতে পায় আকাশে প্যারাসুট ইয়ে আরো অনেকেটেই তাদের মতো গ্রহটিতে নেমে আসছে।
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৬