আপনাদের কারো কি মনে আছে অনেকদিন আগে একবার পুরো পৃথিবীজুড়ে ঝড় উঠেছিল যে ক্লোনএইড নামের একটি সংস্থা “ইভ” নামের একটি মানব শিশুর ক্লোনিং করেছিল। কিন্তু ধীরে ধীরে বিষয়টি চাপা পড়ে যায়। লক্ষ-লক্ষ নিঃসন্তান দম্পতি বিপুল পরিমান অর্থ ডোনেশন করেছিল একটি সন্তান পাবার আশায়, কোন অ/জ্ঞাত এক কারনে সেই প্রজেক্ট বন্ধ করে দেয়া হয়। কিন্তু বিলিয়ন-বিলিয়ন মার্কিন ডলারের অধিকারী এই সংস্থাটি আজো স্বপ্ন দেখছে তাদের প্রজেক্ট বাস্তবায়িত হবে, বিশ্বে মানব ক্লোনিং নিয়ে কোন বির্তক থাকবে না। ক্লোনিংএর মাধ্যমে মানুষ শতাব্দি থেকে সহস্রাব্দি পর্যন্ত বেচে থাকবে ইত্যাদি।

ক্লোনএইডের সিইও বিজ্রিত বোস্রেইলিয়া; ওয়ার্ল্ড এম্বাসি প্রজেক্টের পরিচালক ড্যানিয়েল; ক্লোনএইড ও রায়েল সায়েন্সের ইন্টারনেট টিম লিডার জুনজো এমনকি রায়েলিয়ান সায়েন্সের কর্নধার রায়েল নিজেই মনে করেন এশিয়া ক্রমেই বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিনত হতে যাচ্ছে। ওয়ার্ল্ড এম্বাসি প্রজেক্টের প্রধান ড্যানিয়েল এবং ‘রায়েল সায়েন্স ও ক্লোনএইড’ এর বাংলাদেশের প্রতিনিধিও মনে করেন বাংলাদেশ এই সুযোগটা গ্রহন করতে পারে। বাংলাদেশ সরকার যদি সহযোগিতা করে তারা বাংলাদেশে একটি দুতাবাস তৈরী করতে প্রস্তুত। যেটা শুধু মাত্র একটি দুতাবাস হবে না সেখানে থাকবে পৃথিবীর বিখ্যাত ও সবচেয়ে বড় কয়েকটি ল্যাবরেটরির একটি- গবেষনা হবে মানব ক্লোনিংএর উপরে, মহাকাশ গবেষনা কেন্দ্র যার মাধ্যমে বর্হিজাগতিক প্রানীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হবে।
বাংলাদেশের এস্ট্রোনমি, বায়োলজি, মাইক্রোবায়োলজি, ডাক্তারী বিদ্যা, পদার্থ বিজ্ঞান উন্নত বিশ্বের সাথে টেক্কা দিয়ে চলতে পারবে। ধীরেধীরে একদিন জ্ঞান বিজ্ঞান আর শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বাংলাদেশ। ক্লোনএইড শুধু মাত্র বাংলাদেশে তাদের একটি দুতাবাসের (Embassy for Extraterrestrials) জন্যই একশত পঞ্চাশ (১৫০) মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে প্রস্তুত তাছাড়াও আরো আছে বিজ্ঞান গবেষনার জন্য হিউম্যান ক্লোনিং ল্যাবরেটরি, এস্ট্রোনমি ল্যাবরেটরি ইত্যাদি। আর আমাদের দেশের ছাত্ররা বিজ্ঞান নিয়ে গবেষনার জন্য উম্মুক্ত একটি প্লাটফর্ম পাবে।
বাংলাদেশ রায়েলিয়ান সায়েন্সের ন্যাশনাল গাইড ও ক্লোনএইড এর বাংলাদেশের প্রতিনিধি বলেন বাংলাদেশ যদি চায় তবে আমরা বিজ্ঞান গবেষনাগার স্থাপন ও বিজ্ঞান গবেষনার জন্য বাংলাদেশে ইন্সট্যান্টলি ১৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত যার কার্যক্রম আগামী দিনগুলিতে বাংলাদেশকে উন্নত বিশ্বের সারিতে নিয়ে দাড় করাবে।
আজ হোক কাল হোক এটা বিশ্বে উম্মুক্ত হয়ে যাবেই। সরকারের সবোর্চ্চ পর্যায়ে বিষয়টা নিয়ে যোগাযোগ করা হচ্ছে বাংলাদেশ চাইলে এখনি এই সুযোগটা গ্রহন করতে পারে।
![]()
বিশেষ করে Yes to Human Cloning বইটি পড়ুন।
ডাউনলোডঃ ফ্রি বাংলা ই-বুক । (ছয়টি বই)
Summary of the Messages- Video
তথ্যসুত্রঃ
বাংলাদেশ রায়েলিয়ান সায়েন্স মুভমেন্ট ।
ক্লোনএইড ।
আরো জানতে হলে ইমেইল করুনঃ [email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



