এই পৃথিবীতে সব কিছুই ঐশ্বরীক ভাবে সৃষ্টি।
ইশ্বরের পৃথিবী ভোগ করার অধিকার অধিকার সকলের সমান।
ধর্ম বর্ণ গোত্র বলে যারা বিবেচনা করে তারা অজ্ঞান।
অজ্ঞানেরা ধ্বংশের পথ যাত্রী।
যিনি স্রষ্টাতে আত্মবিসর্জন করিয়াছে।
ঐ রুপে মন মজাইয়া সব কিছু ভুলিয়া
তিনি স্রষ্টাতেই মিশিয়া আছে।
তোমাতে আমাতে তিনি ভিন্ন কিছু দেখেন না।
তাই তার সর্বদিকে ভক্তি দিতে বাধা নেই।
অসংখ্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিনের মাঝে
বিরাজিত প্রভু।
উর্দ্ধেও নহেন। নিম্নেও নহেন।
ডানেও নহেন। বামেও নহেন।
সমুখেও নহেন। পিছনেও নহেন।
তিনি যেখানে আছেন সেখানে সব কিছুই আছে।
আমরা পৃথিবীতে আছি।
পৃথিবীটা কোথায় আছে চিন্তা করলেই সুফল মিলবে।
তখন স্রষ্টা তোমা হতে আর বেশী দুরে থাকিবেনা।
-- মেহুদী
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



