সৃষ্টি ও ধ্বংশের মাঝামাঝি বিরাজিত সেই রহস্য।
সত্যের প্রতি রহিয়াছে যার আশির্বাদ।
যারা ধ্বংশের পথযাত্রী
স্রষ্টা মুখ ফিরিয়ে নিয়েছে বিপথগামীদের দিক হতে।
আর যারা হাত তুলিয়াছে বিধাতার কাছে
তাদের প্রতি ভালবাসায় টিকে আছে এই পৃথিবী।
স্বার্থপরেরা পৃথিবীটাকে লুটে পুটে উদর পুরিতেছে।
অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে চারিদিকে।
শান্তি কাঁপিয়া কাঁপিয়া সরে যাচ্ছে বহু দুরে।
সাধুজনেরা চোখের জল ফেলছে ব্যাথায়।
হালের বাঁধন ছিড়ে যেতে চায়।
যদি মানুষ সারা না দেয় মানব কল্যাণে।
ঝড়ে যাবে বাগানের ফুলগুলি।
উড়ে যাবে কালো কোকিল।
ফুরিয়ে যাবে হাসি গান।
স্রষ্টাকে চিন্তা করে দেখ তিনি কিভাবে বিরাজিত।
-- মেহুদী
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



