১৪০০ হিজরীর শেষ দিনে কে কেঁদেছিল দুনিয়ায়।
সৃষ্টির ভুল ভেংগেছিল।
মাথা নত করেছিল সত্যের সমুখে।
সত্য স্বর্গ দেশে মুখ রেখে বলেছিল মানুষের কথা।
তখন যারা আত্মকলহে লিপ্ত ছিল পৃথিবীতে
তারা ভুল করিয়াছে ইহকাল ও পাকালে।
হে মাথা নতকারিগণ,
তোমরাই সঠিক পথে আছ।
যা আদম হতে এ পর্যন্ত চলিয়া আসিয়াছে।
এবং কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে।
নিশ্চয় মানুষ সৃষ্টির শ্রেষ্ট জীব।
তোমরা মানুষকে ভালবাস
মানুষের সেবা কর
মানুষেই পরমের স্মরণ লও।
বিশ্ব মাঝে সৃষ্টি হবে আনন্দময় মহাশান্তি।
-- মেহুদী
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



