হে প্রিয় জগতবাসী
সৃষ্টি আজ সেবক চায়।
মানুষ চায় শান্তি
মানবতা চায় তার বিকাশ।
আর শান্তি চায় তার পূর্নাঙ্গ প্রতিষ্ঠা।
আমরা সবাই মানবতাবাদী
মানবতা প্রতিষ্ঠাই আমাদের সাধনা।
আমাদের কাছে প্রতিটি মানুষের মান সমান।
যাহা সত্য, যাহা ন্যায়, যাহা সুন্দর ও যাহা শান্তিময়
তাহাই আমাদের কাম্য।
অসত্য অন্যায় অসুন্দর ও অশান্তির বিরুদ্ধে আমাদের বিদ্রোহ।
সৃষ্টিকর্তার প্রশংসা করা
মানুষের সেবা করা
মানবতা রক্ষা করে চলা
এবং সদা সর্বদা কাজ করাই আমাদের ধর্ম।
প্রতিটি মানুষের সাথে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা শ্নেহ
সাহায্য সহযোগিতা সংযম ও সমতা
রক্ষা করে চলাই আমাদের কর্তব্য
পৃথিবী একটি অখণ্ড স্বত্বা
মানুষ তার সমান স্বত্বাধিকারী।
স্বাধীন ও শান্তিপ্রিয়
আমরাও শান্তি চাই।
সমগ্র জগতে প্রতিষ্ঠা করতে চাই
অলসতা বিলাসিতা ব্যক্তি স্বার্থ ও অজ্ঞানতা বিবর্জিত
শোষণ অনাচার অত্যাচার ও অবিচার মুক্ত
শ্রেণীহীন আদর্শবান প্রগতিশীল ও শক্তিশালী মানবজাতী।
জাতীয়তাবাদ মানবতা মানবধিকার ও সৃষ্টির সেবাই আমাদের
আদর্শ।
আমরা সবাই অহিংস শান্তিকামী
বিশ্ব স্রষ্টার প্রতিনিধি মানব সন্তান।
শোষিত বঞ্চিত নিঃস্ব নিপিরিত মানুষের মানবধিকার প্রতিষ্ঠায়
দুনিয়ার প্রতিটি শান্তিকামী মানুষের
সাহায্য সহযোগিতা সুবিচার ও স্বীকৃতি কামনা করি।
আল্লাহ তুমি সহায়
আল্লাহ তুমি সহায়
আল্লাহ তুমি সহায়
উপরিউক্ত আদর্শ ৩৬০ আউলিয়ার আধ্যাতিক ফায়েজ।
-- মেহুদী
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



