আমি তোমায় চিনিয়াছি অতি গোপনে,
যে গোপনীয়তা ঠাই পেয়েছে,
ঐ প্রকাশ্য দিগন্ত রেখায়।
প্রয়োজন নেই ছলনা করার এই পৃথিবীর সাথে।
গান গেয়ে যাও আপন মনের গান।
ভালবেসে যাও আপনারে,
কথা বল আপনার সাথে।
যদি ডাক শুনে কেউ না আসে
তাতে ব্যাথা কিসের
যাত্রা যখন শুরু হইয়াছে,
পথের শেষ হওয়ার কথা।
যেদিন নতুন করে তোমার সাথে দেখা হবে,
সেদিন আমি আনন্দে গান গাব।
তুমি কিন্তু ভুলে যেওনা।
মনে রেখ আমি যে তোমার।
আমার সকল স্বপ্ন সাধনা
সে তো তোমারই মুখে হাসি ফুটাবার জন্য।
তুমি জল ভরা আঁখি নিয়ে
অমন করে আমার পানে তাকিয়ে থেকনা।
এ মন ব্যাপী বিশ্বময়
তুমি হাসিলে বড় ভালো লাগে।
তাই আমি অমন করে তোমায়
পূজার নমস্কার দান করি।
তুমি তোমাতে লুকিয়ে থাক
আমি গান গাহিতে গাহিতে দূরে চলে যাই।
কিন্তু আমি যে আমার পথ হাড়িয়ে ফেলেছি
তুমি আর একবার আমার পানে ফিরে চাও।
তোমার নয়ন পথে হারিয়ে যাওয়া পৃথিবীটা
পুনরায় ভাল করে দেখে নেই।
-- মেহুদী
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



