নোবেল পুরষ্কার পাওয়া মনে হয় ডঃ ইউনুস এর জন্য অভিশাপ হয়ে দাড়ালো । তা না হলে এত ধিক্কার তার পাইতে হইত না। দেখুন আমাদের আওয়ামীলীগ এর আশরাফ সাহেব কি বলেছেন -
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন।
সৈয়দ আশরাফ বলেন বলেন, ``কোনো যুদ্ধ বন্ধ না করেই তিনি (ইউনুস) শান্তিতে নোবেল পেয়ে গেলেন।অথচ তার বেসিক সাবজেক্ট ছিল অর্থনীতি। কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পেলেন না। নোবেল পুরস্কার কিভাবে এসেছে তা অনেকেই জানেন।``
সৈয়দ আশরাফ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন।
সমবায়ী কৃষকদের কৃষিঋণের সুদ মওকুফে ভর্তৃকি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
এসময় সৈয়দ আশরাফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরকালে ‘আড্ডা উইথ বাংলাদেশ’ নামের অনুষ্ঠানেরও সমালোচনা করেন।
সৈয়দ আশরাফ বলেন, ``ক্ষুদ্র ঋণে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। ক্ষুদ্র ঋণে একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন হবে না।
মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি আর বিদেশ থেকে লিল্লার টাকা এনে এনজিও করে দেশের উন্নয়ন হয় না।``
এসময় তিনি আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের নোবেল জয়ের উদাহরণ টেনে বলেন, ``আয়ারল্যান্ডের দুই মহিলা ``মাদারল্যান্ড পিস`` নামের একটি সংগঠন করেন। সংগঠন করার দুই মাসের মধ্যে তারা শান্তিতে নোবেল পুরস্কার পান। নোবেল পাওয়ার পরপরই এর টাকা নিয়ে ওই দুই মহিলার মধ্যে বিরোধ দানা বাঁধে। তিন মাসের মধ্যে তাদের বিরোধ আদালতে গড়ায়। তখন আর শান্তি থাকে না।``
বাংলাদেশে দুই দিনের সফরের সময় গত ৭ মে ঢাকায় আইএসডি স্কুলে ‘আড্ডা উইথ বাংলাদেশ’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। সে অনুষ্ঠানে হিলারির দেওয়া বক্তব্যের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ``তিনি টাউন হল স্টাইলে অনুষ্ঠান করলেন। তথাকথিত ইয়াংদের সঙ্গে বৈঠক করলেন।``
সৈয়দ আশরাফ বলেন, ``কলকাতায়ও একটি অনুষ্ঠান হয়েছে। তার ২/৪ দিন আগে থেকে অনুষ্ঠানটির ব্যাপারে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়েছে। আর বাংলাদেশে অনুষ্ঠানটি হওয়ার আগের দিনও আমরা জানতাম না।``
কলকাতার অনুষ্ঠানে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন ছিলো না। অথচ আমাদের এখানে সঞ্চালক আগে থেকেই অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের প্রশ্ন শিখিয়ে দিয়েছিলো।
``ওই অনুষ্ঠানে বাংলাদেশকে ছোট, দরিদ্র ও অগণতান্ত্রিক দেশ হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিলো। এটি জাতির জন্য লজ্জাজনক`` বলে উল্লেখ করেন সৈয়দ আশরাফ।
সূত্রঃ বাংলানিউজ২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



