বিস্তারিত
ডিভি লটারির ফল বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারির ২০১২ সালের ফলাফল বাতিল করেছে যুক্তরাষ্ট্র । তবে নতুন করে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে আগামী ১৫ জুলাই। আজ শুক্রবার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
http://www.dvlottery.state.gov// ওয়েবসাইটে এ ব্যপারে বিস্তারিত জানা যাবে ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এক নোটিসে জানানো হয়, কম্পিউটার প্রোগ্রামিংয়ে সমস্যা থাকায় ১ থেকে ৬ মে প্রকাশিত ডিভি লটারির ফলাফল বাতিল করা হয়েছে। ওই ফলাফল সঠিক নয় এবং তা প্রকাশের ক্ষেত্রে ভুল ছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১ থেকে ৬ মের মধ্যে বিশ্বব্যাপী প্রকাশিত ডিভি-২০১২ কর্মসূচির নির্বাচনী প্রক্রিয়ার সব ফলাফল বাতিল করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈব চয়ন প্রক্রিয়ায় কম্পিউটারজনিত ত্রুটির কারণে এসব ফলাফল বাতিল করা হয়েছে। যেসব আবেদনকারীকে ডিভি-২০১২ কর্মসূচির পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হওয়ার খবর জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হয়েছে।
আরও বলা হয়, শিগগিরই একটি নতুন দৈবচয়ন পদ্ধতির আয়োজন করা হবে। এর ফলাফল আগামী ১৫ জুলাই প্রকাশ করা হবে।
যাঁরা গত বছরের ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ডিভির জন্য সঠিকভাবে আবেদন পাঠিয়েছিলেন, তাঁদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
এন্ট্রি স্ট্যাটাস চেক ওয়েব পেজ-এ আবেদনের অবস্থা জানার জন্য আবেদনকারীকে যে কনফারমেশন নম্বর দেওয়া হয়েছিল তা বহাল থাকবে।
পরে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সব ডাইভারসিটি অভিবাসন ভিসা সম্পূর্ণ দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে প্রদান করা হবে।
কম্পিউটারের প্রোগ্রামের একটি কারিগরি ত্রুটির কারণে পুরোপুরি দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে দেয়া ফলাফলগুলো সঠিকভাবে পাওয়া সম্ভব হয়নি। ফলে চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত ফলাফলগুলো আইনসম্মত হয়নি। এ কারণে তা বাতিল করা হয়েছে।
ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০ হাজার জনকে স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হয়।
এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ৩৯ হাজার জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন।
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড লটারিতে সারা বিশ্ব থেকে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। প্রতিবছর এ লটারিকে কেন্দ্র করে উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে শুরু হয় এক ধরনের প্রতিযোগিতা। এ আয়োজন শুরু হওয়ার পর পরই ইন্টারনেটে ফরম পূরণের জন্য সাইবার ক্যাফেগুলোতে পড়ে যায় লম্বা লাইন।
তবে যুক্তরাষ্ট্রে ওই কর্মসূচির যারা সমালোচক তারা বলেন, এ কর্মসূচিতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। লটারি জিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে অশিক্ষিত অভিবাসী। তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের নিয়মকানুন সম্পর্কে অজ্ঞ। আত্মীয়স্বজন বা কোন স্পন্সরের মাধ্যমে তারা যতটা তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারে ডিভি লটারির মাধ্যমে তাদের সেই পথ অধিক তাড়াতাড়ি খুলে যাচ্ছে। ১৯৯০ সালে এ কর্মসূচি শুরু হয়। তবে বর্তমানে তা বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশ, চীন, ভারত, মেক্সিকো, ফিলিপাইন প্রভৃতি। এ লটারি যারা জেতেন তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। প্রতি বছরই এ ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা বাড়ছে।
রাত ১ টার পর এ সংবাদ প্রকাশ হবার পর ব্লগে এ ব্যপারে আলোচনা ও অনলাইন বার্তাসংস্থার ওয়েবসাইটগুলোতে অনেকেই নিউজ দেখেন রাত ৩ টা পর্যন্ত বাংলানিউজের ওয়েবসাইটে দেয়া নিউজ রুম সেল: +৮৮-০১৭৫৫৫২৪৮৭২, ০১৭২৯০৭৬৯৯৬ নম্বর দুটোতে ১৪ টি ফোন আসে ঢাকার বিভিন্ন এলাকা থেকে । তারা এ ব্যপারে বিস্তারিত জানতে চান। বাংলানিউজের রাতের শিফটের নিউজটিম তাদের যথাসাধ্য তথ্য প্রদান করে।
৪৮৬ শব্দ
বাংলাদেশ সময় ০০৪০ ঘন্টা
মনোয়ারুল ইসলাম
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউজলিংক Click This Link
আলোচিত ব্লগ
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন
ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গু এনালিস্ট কাম ইন্টারন্যাশনাল সাংবাদিক জুলকার নায়েরের মাস্টারক্লাস অবজারবেশন !

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ: দিল্লির ছায়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
একটা সত্য আজ স্পষ্ট করে বলা দরকার—
শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই।
বাংলাদেশের মাটিতে সে রাজনৈতিকভাবে পরাজিত।
কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি।
ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র... ...বাকিটুকু পড়ুন
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।