আমাদের এক সহকর্মী জানিয়েছেন (বাংলানিউজে প্রকাশিত) বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধীদের যে বিচারকার্য চলছে তা যুক্তরাজ্যও সমর্থন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি।
সোমবার রাজধানীর গুলশান-১ এ যুক্তরাজ্য ভিসা সেন্টারে নতুন ভিসা প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
ওয়ার্সি বলেন, “যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে বিচার চলছে যুক্তরাজ্য চায় তা চলুক। তবে অবশ্যই এ বিচার হতে হবে স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য। যদি এ বিচার ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তবে তা হবে খারাপ। যুক্তরাজ্য সবসময়ই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “২০০৮-এ যে ধরনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল। যুক্তরাজ্য চায় আগামী নির্বাচনও ঠিক ওইরকমই গ্রহণযোগ্য হবে।”
হরতাল নিয়ে তিনি বলেন, “প্রতিটি মানুষের অধিকার রয়েছে স্ট্রাইক করার, প্রতিবাদ জানানোর। তেমনি প্রতিটি মানুষের অধিকার রয়েছে কর্মস্থলে নিরাপদে গমন করে তার পরিবারের জন্য উপার্জন করার।”
শাহবাগের আন্দোলন নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেন নি।
লিংক
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



