ঘুমিয়ে পড়েছে পৃথিবী,
শুধু জেগেয়াছি আমি একা।
দূর আকাশে জ্বলে থাকা
তারা গুলো হয়েছে সঙ্গী,
বাইরে জোনাকী পোকারা গেয়ে চলেছে
একটানা মন খারাপ করে দেওয়া গান।
জোনাকী পোকার গুনগুনানী ছেড়ে দিলে
চারিদিক নিস্তব্ধ বলা চলে,
মনেহয় যেন গভীর সমূদ্রে জেগে থাকা
একটুকরো দ্বীপে রয়েছি আমি নির্বাসীত হয়ে
যেখানে নেই আমি ছাড়া আর কেউ।
"জেগে আছি শুধু নিঃসঙ্গ আমি"
জানান দেয় তীরে আছড়ে পড়া ঢেউ।
হটাৎ চমকে উঠি নিঃস্তব্ধতার মাঝে
শুনি হুতোম পেঁচার কর্কশ ডাক,
ভেঙ্গে যায় তন্দ্রা
নির্ঘুম চোখে তাকিয়ে দেখি
রাত্রির নিঃস্তব্ধতা ছুয়ে
জেগে আছি আমি একা...।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



