ইচ্ছে ছিলো স্বপ্ন গুলো ছড়িয়ে দিব জলে
সব হারিয়ে রিক্ত আমি একটু খানি ভুলে,
বন্ধু হবার যোগ্যতা মোর ছিলো নাতো কভু
চেয়ে ছিলাম অনেক কিছু, ভেবেছিলাম তবু।
চেয়ে ছিলাম শুধুই তোমায় ভুল কি ছিলো তায়?
সব হারিয়ে নিঃস্ব আমি রিক্ত অসহায়।
ভুলের মাসুল দিয়েই যাব
ভুল থেকে ভুল, হারিয়ে পাব
বুক চাপা সব কষ্ট যত
বুকের ভিতর লুকিয়ে রেখে
হাসি মুখে করব বরন
ভুলের ফসল দুঃখ টাকে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



