ছুটে চলে মন অজানা কোনো গন্তব্যের পানে,
পেছনে পড়ে রয়
দুঃসহ শত বেদনাময় অন্ধকার রাত্রি
রাত্রির নিঃস্তব্ধতা ফুড়ে
তবুও ছুটে চলি আমি ভোরের অনাগত সুর্যের টানে।
তখনো হয়নি ভোর
তখনো মিলিয়ে যায় নি আধারের সূর
নিঝুম রাতের আকাশে
ঝিকিমিকি জ্বলে থাকা তারা গুলো পথ দেখায়
নিয়ে যায় দূর, বহু দূর।
অনন্ত এ পথ, অনন্ত এ পথ চলা
সময়ের স্রোতে তাই গা ভাসাই
দূর দিগন্তের পানে,
কখন শেষ হবে এই পথ, আসবে ভোর
তা কেবল অন্ধকার রাত্রিই জানে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



