স্বপ্ন দেখেছি পাথুরে মনে ফুল ফোটানোর
ভাবিনি সেই ফুলেও থাকতে পারে কাঁটা
আঘাতে আঘাতে আজ আমি দেখেছি লাল রক্ত
এক ফোটার দাগ মিলিয়ে যেতেই পড়ে আরেক ফোটা রক্ত
কি ছিলো আমার ভুল? ভাবি আবোল তাবোল
কেন? দিতে হলো আজ এই ভুলের মাসুল
তারপর ও থেমে থাকেনা কিছু
উড়ে চলে মন তাই দমকা হাওয়ার পিছু
একদিন আবার হয়তো ফুটবে সেই ফুল
শোভা বাড়াবে সে অন্যকোন ফুলদানির
আর আমি? আবার নতুন কোন পাথুরে বাগানে, , ,
এ যেন আর শেষ হবার নয় ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



