তুমি হয়তো জানোনা, হয়তো তুমি বোঝও না
কত যন্ত্রনা এই মনের গহীনে লুকানো
হয়তো তুমি তাও বোঝনা,
হৃদয়ের কত গভীরে তোমার উপস্থিতি।
হৃদয়ের এমন এক স্থানে তুমি রয়েছ
যার সূচাগ্র পরিমান স্থানও আমি
ছেড়ে দিতে পারিনা অন্য কারো জন্য,
সুনামির মত তুমি এসেছিলে আমার জীবনে
ভাসিয়ে দিয়েছিলে আমাকে সুখের ভেলায়
বুঝিনি তখন, সামনে অথই পাথার
ডুবো পাথরে পরিপুর্ন, বন্ধুর গতিপথ
ভেলা! সেতো কখনই ভেঙ্গে চুরমার।
তোমাকে ভুলে যাব! তাও সম্ভব নয়
তুমিই বলো, কি করব আমি?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



