আমরা সবাই তখন দিয়েগো ম্যারাদোনা!
১৯৮৬ সাল। আমাদের এসএসসি পরীক্ষা শেষ। সারাদিন ফুটবল নিয়ে মাঠে থাকি। ফুটবল তখন ধ্যান জ্ঞান। পড়াশুনা করার চেয়ে ফুটবল তখন এত বেশি প্রিয় যে ফুটবল নিয়ে তখন নানান কিসিমের বুদ্ধি করি। আশেপাশের দশ গ্রামের মাঠে তখন হায়ারে খেলতে যাই। দীঘিরজান, বরইবুনিয়া, মাটিভাঙ্গা, খাসেরহাট, চিতলমারী, কুমারখালী, ঘোষকাঠী, শাঁখারীকাঠী, শ্রীরামপুর। মাঝে মাঝে... বাকিটুকু পড়ুন
