গত মাসে হঠাত দেখি নেটের স্পীড ডাবল পাচ্ছি
কিন্তু আসল ঘটনা লুকায়া আসে আরেক জায়গায়। গত ক'দিন ধরে স্পীড ২০-২৫ এর বেশি উঠছেনা
শেষ মেষ ফোন দিলাম কিউবির হেল্প লাইনে। আমার নেটের এই অতি স্পীডের কারন জানতে চাইলে তারা জানাইলেন আপনি ফেয়ার ইউজেস পলিসিতে আসেন
ফেয়ার ইউজের লিমিট টা কত জানতে চাইলাম, তাতেও কুনু উত্তর নাই
এই সব চোর বাটপারের হাত থাইকা কবে মুক্তি পাব? কবে সত্যিকারের আনলিমিটেড হাই স্পীড ইন্টারনেট পাবো??
3G র মুখ কি আমরা এই জনমে দেখতে পারবো??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



