শেষ বিকেলের দিকে সে বাসার সামনের বাস্তায় হাঁটছিলো, হঠাৎ জুড়ে জুড়ে আমাকে ডাকছে, আপু একাটা ছোট বালতি নিয়ে এসো, আমি নিয়ে গেলাম , গিয়ে দেখি, বাস্তার উপর কই মাছ লাফাচেছ, কই মাছ তো আর সহজে ধরা যায় না , হাতে কাটা বিঁধে, কি আর করা আমি বালতি নিয়ে ওর সাথে সাথে হাঁটছি, আর সে কিভাবে যেন মাছ গুলো ধরতে পারছিলো, বালতিটা প্রায় ভরেই গিয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেলো আর আমরা ও ঘরে চলে এলাম। সেই স্মৃতি গুলো খুব মনে পড়ে, ঢাকায় তো আর এভাবে মাছ ধরা যাবেনা!!!!!!!!!! তবে বাসায় গেলেও আর আগের সেই পরিবেশ নাই , সবাই এখন অনেক বড় হয়ে গেছে, ছোট ছোট ছেলে মেয়েরা আর সেই মজা পাচেছনা সবাই পড়া শোনা নিয়ে ব্যস্ত, বাড়তি বিনোদন করার সময় তাদের কই।
এখন কার ছেলে মেয়েরা এই ধরনের মজার স্মৃতি পাবে কোথায়,সব বদলে গেছে। খুব বেশি দিনের কথা নয় কিন্তু !!!!!!!!! তার পর ও সব বদলে গেছে, দিন দিন আর ও বদলাবে....................।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



