
অবশেষে খুলেই ফেললাম একটা অফিশিয়াল মাল্টি, এইবার আমাকে ঠেকায় কে? নিজে পোষ্টাইয়া নিজেই লাইক আর কমেন্ট মারমু।
তার চেয়েও বড় কথা আজকে বহুদিন পর সেই ওয়াচে থাকা দিনগুলোর কথা মনে পড়ে গেল, আহা সে কি দিন গিয়েছে এককালে। কমেন্ট না করতে পারারও একটা মজা ছিল
আরেকটা মজার ব্যাপার হইল যেহেতু আমার মাল্টি আছে, সেহেতু আমি এখন পাওয়ারফুল ব্লগার, সুতরাং এখন আমি যেকোনো সিন্ডিকেটে ঢুকতে প্রস্তুত।
কিন্তু দুঃখের বিষয় হইতাছে এই রকম বলে কয়ে মাল্টি খুললে এইডা ইহজনমে সেফ বা জেনারেল হবে নাকি কে জানে?
জাউজ্ঞা, এইবার আসল কথায় আসি। আপনারা কি টের পেয়ে গেছেন নাকি আমি কার মাল্টি? কেউ টের পাইলেও ফাঁস কইরেন না, এনোনিমাস হইতে মুঞ্চায়
উখে, বহুত পোস্ট পড়ছেন, এইবার লাইক দিয়ে ফুটেন। আর আমার সেফ হউনের জন্য দোয়া কইরেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১২ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




