ইদানীং খুব কাঁদতে ইচ্ছে করে ।
শীতের দিনের ছিপছিপে বৃষ্টির মত
লুকিয়ে চুরিয়ে কান্না নয় ।
ঘোর বর্ষায় ঝুম বৃষ্টির মত
আমার দুই চোখে কূল ভাসানো কান্না ।
ঝম ঝম কান্না মুছে দিবে সামনের পৃথিবী,
একা হয়ে যাব আমার পৃথিবীতে ।
ইদানীং খুব কষ্ট পেতে ইচ্ছে করে ।
দিন শেষে হিসেব না মেলার কষ্ট নয় ।
পাইনি পাইনি বলে দীর্ঘশ্বাসের কষ্ট নয় ।
মরুর বুকে দাঁড়িয়ে ঘিরে থাকা বালুর মত
শুধু ধূ ধু কষ্ট ।
অথবা সাগরের বুকে অতল অসীম পানির মত
গভীর থৈ থৈ কষ্ট ।
খুব ইচ্ছে করে কষ্ট পেতে ।
কষ্ট, আদ্যোপান্ত কষ্ট ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



