আজকাল সবাই কম বেশি youtube ব্যবহার করেন। অনেক সময় video দেখার পরে save করার প্রয়োজন হয়। কিছু 3rd party software আছে বাজারে এ কাজের জন্য, কিন্তু যদি Mozilla firefox ব্যবহার করেন, তাহলে আর কিছুর প্রয়োজন হবে না। শুধু মাত্র video/audio টা শুরু থেকে শেষ অবধি বাজালেই হবে।
এই প্রক্রিয়া youtube ছাড়াও অন্য যে কোন সাইটের জন্য কাজ করবে, যেমন ধরুন music.com.bd বা beemp3.com
১। গান/ভিডিও প্লে করুন firefox এ।
২। address bar এ লিখুন about:cache
৩। cache directory টা কপি করুন।
৪। windows + R চাপুন, run window আসবে।
৫। copy করা directory টা পেস্ট করুন, enter চাপুন।
৬। নতুন window আসবে। অনেক গুলো ফাইল দেখতে পারবেন, হিজিবিজি নাম সবগুলোর।
৭। খালি জায়গায় রাইট ক্লিক করুন, এরপর sort by -> size.
৮। সবচেয়ে বড় ফাইলটার নাম এর শেষে .mp3 (audio) অথবা .flv অথবা .m4a সংযুক্ত করুন।
৯। ফাইল টা এখন play করুন।
যদি ফাইলটা প্লে করা না যায়, তাহলে পরবর্তী সবচেয়ে বড় ফাইলটি উল্লেখিত উপায়ে rename করুন। কিছু ফাইল হয়তো rename করা যাবে না। করা না গেলে বুঝে নিতে হবে যে ওই ফাইলটা আপনার audio/video নয়।
আশা করছি উপায়টি সবার কাজ এ আসবে। প্রথমে একটু ঝামেলার মনে হলেও, এটি আসলে খুব সহজে করা যায়। আপনার পছন্দের গান/ভিডিও দেখলেই আপনার পিসি তে সেভ হচ্ছে। আলাদা ভাবে download এর প্রয়োজন নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



