
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) টাঙ্গুয়ার হাওড়, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে তোলা ছবি।

(৩) বালিয়াটি প্রাসাদ, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে তোলা ছবি।

(৪) রাঙামাটির কাপ্তাই লেক থেকে তোলা ছবি।

(৫) কক্সবাজারের হিম ছড়ি এলাকার ক্ষুদে বড়ই বিক্রেতা, একজনের হাতে বড়ই অন্যন জনের হাতে লবন।

(৬) ছেড়াদিয়া দ্বীপ, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।

(৭) হরিণের এই ছবিটা তুলেছি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকা থেকে।

(৮) লেংটা বাবার মাজার শরীফের এক পাগল ভক্ত, অন্যের কাধে চড়ে মাঝারে যাচ্ছে। এটা চাদপুরের মতলব থানার বেলতলী গ্রাম থেকে তোলা।

(৯) ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছে দুই গ্রাম্য কিশোরী, রায়পুরার মধ্য নগর গ্রাম থেকে তোলা ছবি।

(১০) তাল গাছ এক পায়ে দাড়িয়ে, কুমিল্লার শালবন বিহার থেকে তোলা ছবি।

(১১) নাও, সিলেটের গোয়াইন ঘাট থানার মোটর ঘাট এলাকা ঠেকে তোলা ছবি।

(১২) ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট থেকে তোলা ছবি।

(১৩/১৪) কাঁচা পাকা বন সুপারী, ঢাকার বলধা গার্ডেন থেকে তোলা ছবি।


(১৫) সিমত্লাপিপাড়া, বান্দরবান জেলার রুমা থানার অন্তর্গত একটা গহীন পাহাড়ি গ্রাম।

(১৬) শর্ষে ক্ষেতের আইলে কিশোরী দল খেলা করছে, নরসিংদী জেলার চর দিঘলদী গ্রাম থেকে তোলা ছবি।

(১৭) মুড়াপাড়া জমিদার বাড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জথেকে তোলা ছবি।

(১৮) হলুদ শর্ষে ফুলে লাল পোকার ছবিটা তুলেছি নরসিংদীর পুরান চড় এলাকা থেকে।

১৯) নিঝুম দ্বিপের ভেতরের দিকের একটা খালের ছবি এটা, হাতিয়া নোয়াখালী এলাকা থেকে তোলা ছবি।

(২০) সব শেষে সোনাদিয়া দ্বিপে তোলা আমার একটা ছবি
বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫
বনে বাঁদাড়ে.....১৬
বনে বাঁদাড়ে.....১৭
বনে বাঁদাড়ে.....১৮
বনে বাঁদাড়ে....১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




