
লজ্জাবতী ছুইয়ে দিলে লজ্জা কেন পাও
মুখটি তুলে চাও, চোখটি খুলে দাও
রোদ ছুঁয়েছে সাত সকালে লজ্জাতো পাওনি
হাওয়া এসে দুলিয়ে গেছে গুটিয়ে যাওনি
আমি কেন ছুইয়ে দিলে লজ্জাতে যাও গুটে
আমার সঙ্গ এড়িয়ে গিয়ে দেখতে চাওনা মোটে
ফুল ফুটেছে ধরতে গিয়ে বিদ্ধ হলাম কাটায়
তবুও তোমায় রং পেন্সিলে আকিয়ে নিলাম খাতায়
লজ্জাবতী ছুইয়ে দিলে লজ্জা তুমি পাও
দূর থেকে তায় দেখছি তোমায় একটু ফিরে চাও।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




