এতো খাটি তবুওতো ঘাম হয়না
অথচ ঘাম শুকানোর পূর্বেই
মজুরী পাবার কথা
দিনে দিনে পাঁচ গড়িয়ে দশ
অথচ ঘাম না হলে মালিকেরও দায় থাকেনা
মাস শেষে হাফ মজুরী বাকিটা খাতায়
জমতে জমতে বছর শেষে হিসেব
যা জমেছে ভেবেছিলাম! কিছুটা কম
এটা সেটা বিভিন্ন কারণে কাটা পড়েছে
অল্প যেটা জমেছে টিকেট কেনার স্বপ্ন
না, থাক। আরেকটা বছর যাক
খাটের নিচে স্বপ্ন জমাই মাঝেমাঝে
প্রিয়জনদের উপহার সামগ্রী টুকটাক
বিকেল বেলা আকাশ দেখি আর
মেঘের ভাজে ভেসে যায় উড়োজাহাজ
একদিন আমিও যাব বাড়ি।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৩ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




