দেশ একটা বড় সংকটে আছে। ঠক বাছতে গিয়ে গা উজাড় হয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদি, একটু সময় লাগবে আমরা সঠিক পথে আসবই।
আওয়ামি সেটআপ এর খপ্পর থেকে বের হওয়া যাচ্ছেনা। আওয়ামী ও ভারত শিকড় এতো গভীরে যে বিএনপি জামাত এর নেতারাও তার অন্তর্ভূক্ত হয়ে আছে, তবে সাধারণ কর্মীরা এটা জানেনা বুঝেওনা। তায় তাদের রক্তটা যায়।
লীগকে আমি আাপাতত গুনায় ধরিনা গত তিনটা নির্বাচন আলোকে। জামাত বিএনপির নেতাদেরও ভরসা নাই, তাদের কথাবার্তা চালচলন আওয়ামী বি টিম এর কাজ করছে। তারা লীগকে মাঠে রেখে ভোটে যেতে চায়, ভোটের হিসাব করতে গিয়ে দেশের বারটা বাজলেও তাদের নীতি আদর্শ এর প্রবলেম হচ্ছেনা, কিন্তু আমরা যারা নিরপেক্ষ আছি আমাদের হচ্ছে। আমরা চাই সুস্থ্য সুন্দর পরিবেশ।
ফখরুল সরাসরি লীগকে সাপোর্ট করছে, জামাত বলছে বারবার ফ্যাসিবাদ বলাটা ভাল দেখায়না। এদিকে আজ জুলকার এর একটা ফেইসবুক পোষ্ট দেখলাম, জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিভাবে প্রশাসনে আওয়ামী সেটআপ করিয়ে দিচ্ছে।
ওয়াকার আর ইউনুস নিয়ে তেমন কিছু কথা উঠছেনা কারন এখানে হাত দিলে দেশ নৈরাজ্য পরিস্থিতির স্বীকার হবে, সবমিলে দেশ নিয়ন্ত্রণ কার হাতে সেটা কেউ আন্দাজ করতে পারছেনা। আমরা এখন খাদের কিনারে, সিদ্ধান্ত নিতে ভুল হলে খাদে পরার সমুহ সম্ভবনা।
ছাত্ররা প্রথমে ভেবেছিল দেশ তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু তাদের সামনে রেখে দেশ গুছিয়ে নিচ্ছে ওয়াকার। তিনি পর্দার আড়ালে আমরা জগড়া করছি ফেইসবুক ব্লগে উপদেষ্টা নিয়োগ নিয়ে।
দেখা যাক বাতাস কোন দিকে যায়.....................
Zulkarnain Saer
·
ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লব কি তদবীর বানিজ্যের মহোৎসবে পরিণত হয়েছে?
স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর এসপি নাজির আহমেদ কিভাবে কুমিল্লা জেলার এসপি হিসেবে নিয়োগ পেতে পারে?
১। *বিস্তারিত বিবরণ*
নাম: নাজির আহমেদ খান
ব্যাচ: ২৭ তম বিসিএস (পুলিশ)
বর্তমান পোস্টিং: ডিসি (লজিস্টিকস) গাজীপুর মেট্রপলিটন পুলিশ।
নিজ জেলা: আলফাডাংগা, ফরিদপুর
২। *সাবেক কর্মস্থল*
ক) ডিসি (নর্থ), জিএমপি, আগস্ট, ২০২৪
খ) ডিসি, ডিবি, জিএমপি (২০২৩ থেকে আগস্ট ২০২৪)
খ) ডিসি, (ট্রাফিক ওয়ারি), ডিএমপি (২০২২-২০২৩)
গ) ডিসি, (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ), ডিএমপি (২০২২)
ঘ)এডিসি, (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ), ডিএমপি (২০১৯-২০২২)
ঙ) এডিসি (লালবাগ) ডিএমপি, (২০১৬-২০১৯)
চ) সিনিয়র এসি, ডিএমপি, (২০১৫-২০১৬)
ছ) সিনিয়র এসপি, বগুড়া জেলা (২০১৩-২০১৫)
৩। *স্বৈরাচারের দোসর হিসেবে বৈশিষ্ট্য*
ক) ১৯৯৫-২০০১ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত।
খ) ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্যাম্পাস ছাড়ে ও লোক চক্ষুর অন্তরালে চলে যায়।
গ) পরবর্তীতে সরকার পরিবর্তন হলে ২৭ তম বিসিএস এ ২য় বারের রেজাল্টে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ ক্যাডারে জয়েন করেন।
ঘ) এলাকায় জনশ্রুতি আছে তার বাবা আব্দুল গফুর খান কোনদিন মুক্তিযুদ্ধই করেন নি।
ঙ) তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত।
চ) আওয়ামী স্বৈরশাসনের অন্যতম কারিগর, আলফাডাঙ্গার কুখ্যাত সন্তান ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও পারিবারিক আত্নীয়।
ছ) ২০১৪ সালের বগুড়া সিনিয়র এসপি অবস্থায় ভোটারবিহীন নির্বাচনকে ঠেকাতে বিরোধী দলের কার্যক্রম নষ্ট করার অন্যতম কারিগর।
জ) ২০১৮ সালে ঢাকার লালবাগ এলাকায় নিশি ভোটের মূল সমন্বয়ক।
ঝ) লালবাগ ও সূত্রাপুর এলাকায় কুখ্যাত হাজী সেলিমের সকল অপকর্মের সহযোগী।
ঝ) ডিসি, ডিবি হিসেবে গাজীপুরে ২০২৪ সালের ডামি নির্বাচনে ন্যাক্কারজনকভাবে ভূমিকা পালন।ঞ) চরম দূর্নীতিবাজ হিসেবে পরিচিত।
ট) পুরো চাকুরীজীবনে আওয়ামী লীগ বিরোধী নেতা-কর্মীদের মামলা-হামলা, নির্যাতনের অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেছেন।
৪। *মহান জুলাই বিপ্লবে নারকীয় ভূমিকা*
ক) জুলাই বিপ্লবের সময় গাজীপুরের হাসিনার কিলার খ্যাত জাহাঙ্গীরকে পুলিশের প্রায় ৩০টি অস্ত্র তুলে দিছিলো ছাত্র-জনতার বিপ্লবকে ঠেকানোর জন্য।
খ) নিজেও সরাসরি ছাত্র-জনতার বিপ্লবকে রুখে দিয়ে খুনী হাসিনার গদি ঠেকাতে গুলি ছুড়ে।
গ) পরে ছাত্র-জনতা জাহাংগীরসহ এই অফিসারের উপর আক্রমণ করলে সে পালিয়ে যায়।
ঘ) জুলাই বিপ্লবে হাসিনা পালালে সে নিজেও অনেক দিন গা ঢাকা দিয়ে ছিলো।
চ) পরিস্থিতি শান্ত হলে এখন নিজের কূকর্ম ঢাকতে টাকা দিয়ে সব কিনে নিচ্ছে।
এই দূর্নীতিবাজ, স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নাজির আহমদেকে কুমিল্লার এসপি করা হচ্ছে। তার জন্য তদবীর করছেন জামায়াত নেতা তাহের।
মহান মহান জুলাই বিপ্লবে শহীদ হাজার হাজার ছাত্র-জনতার রক্ত মাড়িয়ে এরা আওয়ামী লীগের আমলে অবৈধভাবে কামানো কোটি কোটি টাকা দিয়ে সব ম্যানেজ করে নিচ্ছে। এই অফিসারের কার্যক্রম তদন্ত করা উচিত। একে কুমিল্লার এসপি তো দূরে থাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশে রাখাও জুলাই বিপ্লবের প্রতি উপহাস করার সামিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



