'ড়' এবং 'র' নিয়ে আছি মুশকিলে
কোনটা দিলে শুদ্ধ হয় কোনটা না দিলে।
'য়' এবং 'ই' নিয়ে একই ব্যাপার ঘটে
'শ' 'ষ' 'স' নিয়ে ভাবি জানজটে।
সেইযে কবে বাল্য শিক্ষা ছেড়ে আসা হল
মনকে বলি সেই মক্তবে ফিরে যাই চল।
শিখে নেব ফাঁকি দেয়া পড়ালেখা যত
শুদ্ধ শেখা শুদ্ধ চলা সেটাই হোক ব্রত।
কন্ডাক্টর হাঁকায় আবার জট ছুটেছে জান
কিরিং কিরিং ভমভম বাজে ভেপো গান
শব্দ দূষণ বায়ূ দূষণ নিচ্ছি মেনে সব
দূষণ চিন্তায় যাচ্ছে বেড়ে মবের উৎসব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



