আমি বলিনি আমাকেই তুমি ভালবাস
আমি চাই কেবল আমাকেই ভালবাস
কিন্তু আমি যেটা বলিনি সেটা আমি চাই
আমি কেবল না বলা কথাটাই শুনাতে চাই।
তুমি বলনি তোমার ভাল লাগার বিষয়াবলি
তোমার কেবল যাবার তাড়া, 'এবার তবে চলি'
সাড়া দিয়ে এড়িয়ে যাওয়া সেটাও ভাল লাগে
কোথাও যেন সুখ লুকিয়ে আছে আমার ভাগে।
তোমার কাছে প্রেম আছে দেবার এবং নেবার
সেটা আমি বুঝতে পারি কিন্তু ধরতে পারিনা আর
তোমার চঞ্চল মন কী যেন খুঁজে মরে অন্য কোথাও
তবে যাও, যেখানেই যাও যেভাবে পাও সুখ খুঁজে নাও।