উজ্জ্বল রবি
সাইফুল ইসলাম সাঈফ
নজরে পড়লে, পছন্দমত হলেই ভাবি
কেমন তার মন? উজ্জ্বল রবি!
জগতে ঘুরে ঘুরে কত চিন্তা
বাড়ছে বয়স, কমছে কেবল ক্ষমতা।
আমি হয়নি প্রেমিক, এখনও অবিবাহিত
রমণী বলো সোনালী কাবিন কত?
অল্প রোজগার, হাজার টাকা হবে
পছন্দ হয়েছে তোমায়, ভালবাসি তবে।
হতে পারি আমি খুব দরিদ্র
মন আমার বিশাল আকাশ, সমুদ্র।
সংযত পুরুষ, রেখেছি নিজ হুশ
না এলে হবো ধ্বংস, বেহুশ!
সোন্দর্য দেখলে হয়ে যাই চকিত
থমকে যাই দেখলে, খাই থতমত।
আসবে না কী? কেউ পাশে
মনে মনে বলি ছড়ায় বাতাসে।
একলা হেঁটে পথ করি শেষ
সারাদিন কৌতুহল স্বপ্ন, কত আবেশ।
এসো না প্রিয় সানন্দে বুকে
মরছি একা বিষাদে ধুকে ধুকে।
উত্তরা, ঢাকা।
০৯.০৭.২০২৪
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



