পূর্ণরূপ
সাইফুল ইসলাম সাঈফ
পূর্ণরূপ আর দেখা হলো না
চাঁদমুখ পূর্ণিমার মত করে কল্পনা।
বহু কিছুতে মানানসই, যেমন ভাবনা
কী যে চাহনি, আসে ভাবনা।
চোখে চোখ পড়তে হৃদয়ে কম্পন
তাকিয়ে থাকতে চেয়েছে মন অনেকক্ষণ।
কৌতুহলী ছিল কী আমার প্রতি?
বুঝিনি; সৌজন্যবোধ দেখিয়েছে, সে সুমতি।
রমণী সৌন্দর্য হলো সুন্দর আবরু
তোমায় দেখে প্রেমে মজা শুরু।
কিন্তু তোমার হয়ে যাচ্ছে সুখ্যাতি
আমার জন্য হবে কী প্রীতি?
তফাত আছে কিছু কিছু ক্ষেত্রে
দেখছি তোমায় আঁধার আকাশ নক্ষত্রে।
তুমি পাশে এলে পাবো জান্নাত
কামনা করি তোমায় দিন-রাত।
তোমার অনাবৃত দেহ দেখতে ইচ্ছে
অন্যের নগ্ন তনু লভ্য হচ্ছে।
আমার মনে জমে ময়লার স্তূপ
ওগুলো সব উলঙ্গ সাজের রূপ।
না চাইতে বের হয় দুর্গন্ধ,
সত্যি আমি নই মন্দে অন্ধ।
উত্তরা, ঢাকা।
১৬.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



