সানন্দে অনুরাগে
সাইফুল ইসলাম সাঈফ
তোমার দুষ্টুমি আমার খুশির কারণ
দোষ নয়, করছি না বারণ।
ছেড়ে যেতে আসিনি, চাই অনন্তকাল
তোমার সাথে ঘুরবো সারা বিকাল।
তোমার কাছেই সুখ খুঁজি প্রতিমুহূর্ত
দিতে হবে না কোনো শর্ত।
প্রতিদিন কত কত রূপ দেখি
ওগুলো না হৃদয়দোলা, না মাখি।
সারাদিন এদিক সেদিক কত চলি
দিনশেষে ঘরে ফেরা, কথা বলি।
নজির আছে পৃথিবী জুড়ে অজস্র
কেমন প্রেমে মানুষ খুশি সর্বত্র।
মিলেমিশে যদি থাকি আমরা দুজন
চারদিকে শুনবে সবাই মধুর কূজন।
সন্ধ্যা হলে যায় ডুবে যায় সূর্য
আবার উঠে, হয় প্রভাত আশ্চর্য!
সবসময় কী থাকা সম্ভব আনন্দে?
যদি হও মনঃক্ষুণ্ণ, কখনো দ্বন্ধে।
ভুলিয়ে দিবো যাতনা সানন্দে অনুরাগে
সুবাসিত করে দিবো নিমিশে গুলবাগে।
উত্তরা, ঢাকা।
১৮.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



