খ্যাতি শুনে
সাইফুল ইসলাম সাঈফ
হাজার হাজার মানুষ তোমার গুণে
পছন্দ করতে পারে খ্যাতি শুনে।
প্রস্তাবও পেতে পারো বহু যুবকের
সারা দেওয়া, হওয়া অসম্ভব প্রত্যেকের।
তুমি মুগ্ধ করতে পারো সারা দুনিয়া
তবে বাঁচতে হবে একজনকে নিয়া।
একলা থেকে গেলোও হয় দোষী
ফলন আসে না, ছাড়া চাষী।
প্রশ্ন করবে কীভাবে কাটলো দিন
কীভাবে তুমি থাকলে একদম স্বাধীন?
সম্মান পেতে হলে সময়ের কাজ
করতে হবে সময়মত, নয়তো লাজ।
পরিপক্ক তুমি অবহেলা করো না
হারাবে দিন-রাত, বাড়বে যাতনা!
বাছাই করে নিতে হবে প্রিয়জন
যে মান দিবে করবে আপন।
মন্দ ক্রিয়া প্রায় সবার হয়
ফিরে আসাই হলো নিজ বিজয়।
আসলে আমরা কেউ যা ইচ্ছে-
তা করতে পারি না, চলছে…
প্রশংসা করি তুমি প্রশংসিত হও
অভিলাষ তুমি নতুন জীবন সাজাও।
অপেক্ষা সব নয় ছুড়তে কাদা
পৃথিবীর অনেক প্রাণের মন সাদা।
দোয়া রইলো বিবেক থাকুক তরতাজা
যদি রাণী হও আমি রাজা।
উত্তরা, ঢাকা।
১৯.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



