আমার দেশ
সাইফুল ইসলাম সাঈফ
ইয়াহিয়া খান এর আদেশে
সেনাবাহিনী
হত্যাযজ্ঞ চালায় নিজ দেশে।
শেখ হাসিনা এর আদেশে
পুলিশ
হত্যাযজ্ঞ চালায় নিজ দেশে
আসলে জাতে ওরা এক
ক্ষমতার লালসা ওদেরে অনেক।
পাকিস্তান সরকার করেছিল আত্মসমর্পণ
আওয়ামী লীগ পালিয়েছে ভয় পেয়ে মরণ।
যদি ইয়াহিয়ার সরকার জিতে যেতো
মুক্তিযোদ্ধারা সব দেশদ্রোহী হতো।
আজ হেরে গেছে হাসিনার সরকার
বলুন কী ওদের এখন আকার?
১৯৭১ এ পালিয়ে গিয়েছে ভারতে
২০২৪ এ পালিয়ে গিয়েছে তাতে।
ধ্বংস করা হলো মূল উদ্দেশ্য
মানুষ হত্যা করেছে প্রকাশ্য।
ওদের জন্য এই সোনার দেশ
থাকতে পারলো না বেশ।
ভাবতে পারেন কী, আছে জানা?
যদি জয়ী হতো হাসিনা
শিক্ষার্থীতে পূর্ণ হতো জেলখানা
বেড়ে যেতো জনগণের যন্ত্রণা।
আমার জন্মভূমির কতরকম নাম
যদিও আছে বাংলার সুনাম।
উত্তরা, ঢাকা।
২০.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



