মুসলিম
সাইফুল ইসলাম সাঈফ
হিন্দু ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
বৌদ্ধ ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
খ্রিস্টান ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
ইহুদি ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
মুসলিম ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
প্রায় প্রতিটি ধর্ম থেকে প্রত্যাবর্তিত মুসলিম
সৃষ্টিকর্তায় অবিশ্বাসীও প্রত্যাবর্তিত মুসলিম
এদের থেকে হয়েছে বড় বড় আলিম।
তুমি চাইলে করতে পারো ধর্ম ত্যাগ
তুমি চাইলে করতে পারো মনক্ষুণ্ণ, রাগ।
মুসলিম হয়ে জন্মে পৃথিবীর মানুষ
কারো থাকে হুশ, কেউ হয় বেহুশ।
সর্বশক্তি যার সে হলো সর্বশক্তিমান, স্রষ্টা
কত মধুর লাগে পানি পেলে তেষ্টা।
যে জানে সবকিছু সর্বজ্ঞাতা
তাকে মানলে পায় জীবন পূর্ণতা।
আল্লাহ এক অদ্বিতীয় তিনি
তিনি প্রজ্ঞাময় আমরা মানি।
এসো মুসলিম হই, সৃষ্টিকর্তাকে জানি
তাকে মানলে উভয় জগতে হবে সম্মানী।
বংশ পরম্পরায় সবাই হয় না মুসলিম
আদম ও হাওয়া আদি পিতা-মাতা মুসলিম।
উত্তরা, ঢাকা।
২১.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



