ফুটেছিল
সাইফুল ইসলাম সাঈফ
এই দিনে ফুটেছিল সুরম্য গুল
জ্ঞানে গুণে মুগ্ধ করা ফুল।
অতি চমৎকার খুব নিপুণ মিশুক
সদা তার দিলে আনন্দ আসুক।
উচ্চাকাঙ্ক্ষী সে উঠছে পাহাড় চুড়ায়
সমস্যায় খুঁজে পাক সঠিক উপায়।
অর্জিত হোক তার কাঙ্খিত বিজয়
একাগ্রচিত্তে চললে থাকবে না ভয়।
জুড়ে যাক তার পছন্দমত সঙ্গ
তাও জীবনের একটা বিশেষ অঙ্গ।
পরাগায়ন না হলেও ছন্দহীন সময়
শুকিয়ে যাবে ফুল, হবে ক্ষয়।
মুছে ফেলো অতীত যাতনা যন্ত্রণা
নতুন করে দেখো, আঁকো আল্পনা।
বড় হতে হবে পৃথিবীর বুকে
দুই জাহানে যেনো কল্যাণ থাকে।
চুড়ান্ত গ্রন্থ করতে হবে অধ্যয়ন
সত্য সুন্দর দেখতে হবে স্বপন।
এগিয়ে যাও তুমি বহু দূর
সঠিক পথে হয় না ফতুর।
উত্তরা, ঢাকা।
২৪.১১.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



